কালীগঞ্জে ‘ফরমালিন আতঙ্ক’ দূর করতে মাঠে নেমেছে পুলিশ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ বাজারে পাওয়া যাচ্ছে মৌসুমী ফল আম, লিচু, কাঁঠাল, তরমুজসহ বিভিন্ন ফল। এসব মৌসুমী ফল নিয়ে মানুষের মধ্যে রয়েছে ফরমালিন আতঙ্ক।
আর সেই ‘ফরমালিন আতঙ্ক’ দূর করতেই এবার মাঠে নেমেছে পুলিশ।
অসাধু ব্যবসায়ীরা যাতে ফরমালিনযুক্ত ফল বাজারে যাতে কোনোভাবে বিক্রি করতে না পারে সেজন্য ভেজাল বিরোধী এবং জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
বুধবার কালীগঞ্জ বাজারের বিভিন্ন ফলের দোকানে ভেজাল বিরোধী এবং জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানের নেতৃত্বে ছিলেন কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী।
কালীগঞ্জ বাজারের নবাব ফল ভান্ডার, বটতলা সাইফুলের ফলের দোকান, আলমগীরের কলার আড়ৎ, আমীরের আমের দোকান এবং পূবালী ব্যাংকের নিচে সাইফুলের ফলের দোকানেসহ কালীগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে ভেজাল বিরোধী অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, মৌসুমি ফলে ফরমালিন নিয়ন্ত্রণে আমরা ভেজাল বিরোধী এবং জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করেছি। মহামান্য হাইকোর্টের নির্দেশে রয়েছে ভেজাল খাদ্য বিক্রি ও সরবরাহে জড়িতদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের। সেই প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়েছে।
তিনি আরো বলেন, আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন। জনগণকে সচেতন করা না গেলে বিষয়টি পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হবে না।
এদিকে, এ অভিযানকে স্বাগত জানিয়েছেন ফল ব্যবসায়ীরা। তারা এই ধরণের অভিযানকে সীমাবদ্ধ না রেখে সারাবছরব্যাপী পরিচালনা করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য: ফরমালিনযুক্ত খাদ্য নিয়মিত গ্রহণের ফলে পাকস্থলী, ফুসফুস ও শ্বাসনালিতে ক্যান্সার, এমনকি ব্লাড ক্যান্সারও হতে পারে। মহাখালী পাবলিক হেলথ ইনস্টিটিউটের খাদ্য পরীক্ষাগারের তথ্যানুযায়ী, দেশের ৫৪ ভাগ খাদ্যপণ্য ভেজাল ও দেহের জন্য মারাত্মক ক্ষতিকর বলে চিহ্নিত করা হয়েছে।