আলোচিতগাজীপুরজাতীয়সারাদেশ

কালীগঞ্জ, কালিয়াকৈর ও শ্রীপুর পৌরসভাসহ সারা দেশের ৩২৩ মেয়রকে অপসারণ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ, কালিয়াকৈর ও শ্রীপুরসহ সারা দেশের ৩২৩ পৌর মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

রোববার (১৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ৩২(ক) ধারা অনুযায়ী সারা দেশের ৩২৩ পৌরসভার মেয়রকে তাঁদের পদ থেকে অপসারণ করা হয়েছে।

এর আগে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা এবং উপজেলা পরিষদের মেয়র-চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে সরকার। তাছাড়া এসব স্থানে প্রশাসকও নিয়োগ করতে পারবে। এমন বিধান রেখে গত শনিবার (১৭ আগস্ট) এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অধ্যাদেশে বলা হয়, অন্য কোনও আইন বা বিধানে ভিন্ন কিছু থাকলেও বিশেষ পরিস্থিতিতে প্রয়োজনে বা জনস্বার্থে সরকার মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের অপসারণ করতে পারবে। একইভাবে এসব স্থানে একজন প্রশাসকও নিয়োগ দিতে পারবে সরকার।

এতে আর বলা হয়, এক্ষেত্রে প্রশাসকের কাজে সহায়তা করার জন্য একাধিক সদস্যের কমিটিও গঠন করতে পারবে সরকার। কমিটির সদস্যরা যথাক্রমে জনপ্রতিনিধিদের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে পারবেন।

 

অপসারণ করা পৌর মেয়রদের তালিকা

 

আরো জানতে……

কালীগঞ্জ পৌর মেয়র অনুপস্থিত, কার্যক্রম ব্যাহত

মেয়রদের অনুপস্থিতিতে সিটি করপোরেশন ও পৌরসভার ক্ষমতা পেলেন প্রধান নির্বাহীরা

এরকম আরও খবর

Back to top button