গাজীপুর কণ্ঠ ডেস্ক : দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেলকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১১ আগষ্ট) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জানা গেছে, বহিষ্কৃত গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেল কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলুর ছোট ভাই।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেল ও মহানগরের গাছা থানা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিনকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো অপকর্মের দায় দল নেবে না এবং দলের সব নেতা-কর্মীকে তাঁদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার অনুরোধ করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ ব্যাপারে ইতিমধ্যেই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এছাড়াও সাতক্ষীরা জেলার তালা উপজেলার কুমিরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সেলিম রেজাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য: এর আগে গত ৯ আগষ্ট একই অপরাধে গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান রেজা, বাসন থানা যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির এবং শ্রীপুর উপজেলা যুবদলের সদস্যসচিব মাইদুর রহমান খানকে বহিষ্কার করা হয়েছে।
আরো জানতে……
শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে গাজীপুরের ৩ নেতাসহ বহিষ্কার যুবদলের ১৪ নেতা