গাজীপুরসংবাদ বিজ্ঞপ্তি

সড়কে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত: ১৫ গাড়িকে জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জয়দেবপুরের বিভিন্ন সড়কে অবৈধ গাড়ি পার্কিং, বৈধ কাগজপত্র বিহীন গাড়ি চালানো এবং অবৈধ ভাবে যাত্রী বহন করার দায়ে ১৫ টি গাড়িকে অর্থদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনূর ইসলামের তত্ত্বাবধায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ জানান, সড়কে অবৈধ ভাবৈ গাড়ি পার্কিং, বৈধ কাগজপত্র বিহীন গাড়ি চালানো এবং অবৈধ ভাবে যাত্রী বহন করার দায়ে ১৯৮৩ সালের ‘মোটরযান অধ্যাদেশ’ অনুযায়ী অপরাধের ধরণ অনুযায়ী সংশ্লিষ্ট ধারায় ১৪ টি সিএনজি অটোরিকশা এবং একটি ট্রাকের চালকের কাছ থেকে সাত হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরো বলেন, অবৈধ ভাবে গড়ে উঠা যেকোন ধরনের যানবাহনের স্ট্যান্ড উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

 

আরো জানতে…

রাজবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত: ২০ গাড়িকে জরিমানা, এক লাইনম্যানের কারাদণ্ড

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button