আলোচিতগাজীপুরমেট্রো পুলিশ

একযোগে জিএমপি’র পাঁচ থানার ওসি বদল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী, সদর, টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম এবং পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে একযোগে রদবদল করা হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) জিএমপি’র সদর দপ্তর সূত্রে তথ্য জানা গেছে।

জানা গেছে, জিএমপি’র কমিশনার মোঃ মাহবুব আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আশরাফ উদ্দিনকে বদলি করা হয়েছে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগে। তাঁর স্থলে কোনাবাড়ী থানার ওসির দায়িত্ব দেয়া হয়েছে ডিবি উত্তর বিভাগের পরিদর্শক মোঃ শাহ্ আলমকে।

অপরদিকে সদর থানার ওসি সৈয়দ রাফিউল করিমকে পাঠানো হয়েছে টঙ্গী পূর্ব থানার ওসির দায়িত্ব দিয়ে। তাঁর স্থলে সদর থানার ওসির দায়িত্ব দেয়া হয়েছে টঙ্গী পূর্ব থানার ওসি মোঃ মুস্তাফিজুর রহমানকে।

এছাড়াও পৃথক এক আদেশে পূবাইল থানার ওসি কামরুজ্জামানকে একই পদে বদলি করে পাঠানো হয়েছে টঙ্গী পশ্চিম থানায় এবং পূবাইল থানার ওসির দায়িত্ব দেয়া হয়েছে টঙ্গী পশ্চিম থানার ওসি মোঃ সাখাওয়াত হোসেনকে।

এরকম আরও খবর

Back to top button