জাতীয়

সহিংসতায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন চলাকালে ও পরবর্তী সময়ে সংঘর্ষে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৮ জুলাই) গণভবনে আসেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের নিহত শিক্ষার্থী আবু সাঈদের পরিবারসহ আরও ৩৩টি পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে শোকসন্তপ্ত পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা ও সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সামনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রীও আবেগাপ্লুত হয়ে পড়েন।

তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে তিনি বলেন, ‘আমি আপনাদের কষ্ট বুঝতে পারছি। আপনাদের চোখের জল আমাকে দেখতে হচ্ছে এটা আমার দুঃখ।’

এ সাক্ষাতের আয়োজনের সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন। আরও ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এরকম আরও খবর

Back to top button