আন্তর্জাতিকআলোচিতজাতীয়

ব্রিটেনের মন্ত্রিসভায় বাংলাদেশি বংশোদ্ভূত রোশনারা আলীও

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটে‌নের প্রথম ও পাঁচবারের সংসদ সদস্য রোশনারা আলীকে গৃহায়ণ, কমিউ‌নি‌টি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোশনারা আলী লন্ডনের বাংলাদেশি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন এবং স্টেপনি আসন থেকে ১৫ হাজার ৮৯৬ ভোট পেয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

স্কটিশ পার্লামেন্টে বাংলাদেশি বং‌শোদ্ভূত প্রথম সংসদ সদস্য ফয়সল চৌধুরী সংবাদ মাধ্যমকে ব‌লেন, টিউ‌লিপ সি‌দ্দিক ও রোশানারা আলীর জন্য আমরা গ‌র্বিত।

বেথনাল গ্রিন ও বো আসনে ২০১০ সাল থে‌কে টানা চার মেয়াদে লেবার পা‌র্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বা‌চিত হয়ে আসছেন রোশনারা আলী। এবার এই আসনের নাম ও সীমানা প‌রিব‌র্তিত হলেও জয়ী হন তি‌নি।

রোশনারা আলীর জন্ম সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুর‌কি গ্রামে। ছোটবেলায় তি‌নি মা-বাবার সঙ্গে লন্ডনে আসেন।

এরকম আরও খবর

Back to top button