আন্তর্জাতিকজাতীয়

এবার পূর্বাচলে বেনজীরের বাংলো বাড়িতে ক্রোকের বিজ্ঞপ্তি ঝুলানো হলো

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে বিপুল সম্পত্তি অর্জন করা সাবেক আইজিপি বেনজীর আহমেদের রূপগঞ্জের পূর্বাচলের আলিশান বাংলোবাড়ি ক্রোক করেছে জেলা প্রশাসন ও দুদকের সমন্বিত দল। এ সময় বাড়ির মূল ফটকে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। বাড়িটির দরজা সিলগালা করেন কর্মকর্তারা।

শনিবার (৬ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুর আলম ও দুদকের উপপরিচালক মঈনুল হাসান রওশনীর নেতৃত্বে একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের দক্ষিণবাগ এলাকায় অবস্থিত ২৪ কাঠা জায়গাজুড়ে লাল রঙের ডুপ্লেক্স বাড়িটি জব্দ করে।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রক্ষিতে ঢাকা মহানগর আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত সাবেক পুলিশপ্রধানের এই সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

বাড়িটি ক্রোক করা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুর আলম সংবাদ মাধ্যমকে জানান, আদালতের নির্দেশে মেনে ক্রোক করা হয়েছে। পরবর্তী সময়ে জেলা প্রশাসন ও দুদকের গঠিত কমিটি এই বাড়ির বিষয়ে সিদ্ধান্ত নেবে।

জেলা প্রশাসনের এই কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, ‘ঢাকার স্পেশাল জজ আদালতের নির্দেশে সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেড নামে সম্পত্তিটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে রক্ষণাবেক্ষণ ও তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে আমরা এ সম্পত্তি আজ নিয়ন্ত্রণে নিয়েছি। এখানে একটি দোতলা ভবন, কিছু কুকুর ও পাখি রয়েছে। এ রিসোর্ট দেখাশোনার জন্য যে দুজন নিরাপত্তারক্ষী ছিলেন, তারা সোমবার পর্যন্ত এখানেই থাকবেন। এ সম্পত্তির কী করা হবে তা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।’

তিনি বলেন, ‘ভবনটি ডিজিটাল লক সিস্টেমে বন্ধ আছে। এটি খুলতে উপযুক্ত টেকনিশিয়ান ও যন্ত্রপাতি না থাকায় আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি।’ দুদকের নারায়ণগঞ্জের উপপরিচালক মঈনুল হাসান রওশনী বলেন, ৬ কাঠা করে চারটি প্লটে ২৪ কাঠা জায়গা নিয়ে বাড়িটি বানানো হয়েছে। সাবেক আইজিপি বেনজীরের নারায়ণগঞ্জে আর কোনো সম্পদ আছে কি না, তার অনুসন্ধান চলবে বলে জানান দুদকের এই কর্মকর্তা।

এদিকে বাড়িটিকে নিয়ে স্থানীয়রা এতদিন কথা না বললেও শনিবার প্রশাসেনর কর্মকর্তাদের উপস্থিতি দেখে অনেকে বাড়ির ফটকে এসে জড়ো হন। এ সময় স্থানীয়রা জানান, এই বাড়ির মালিক পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। আট বছর আগে এলাকার প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে ১ কোটি ৮৩ লাখ টাকায় ৫৫ শতাংশ জমি কেনেন তিনি। পরে বছর চারেক আগে এই জমিতে ওই বাড়ি করেন। বাড়িটির এক পাশে ডেমরা-ইছাপুরা (রূপগঞ্জ) সড়কের পাশে আনন্দ হাউজিং সোসাইটির কৃত্রিম লেক। প্রায় সময় বিকেলে ও রাতে এই বাড়িতে অবস্থান করতেন সাবেক পুলিশপ্রধান বেনজীর। গাড়ি থেকে নেমে তার সঙ্গে নারীরাও যেতেন। স্থানীয়দের কাছে ওই নারীদের পরিচয় বেনজীর পরিবারের সদস্য বলে উল্লেখ করতেন বাড়ির কেয়ারটেকার রতন মিয়া।

এরকম আরও খবর

Back to top button