এশিয়ান ন্যাটো সৃষ্টির চেষ্টা: যুদ্ধ ও অস্ত্র বিক্রির মার্কিন ফন্দি
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এশিয়ায় সামরিক জোট গঠনের ব্যাপারে আমেরিকা, জাপান এবং দক্ষিণ কোরিয়ার প্রচেষ্টায় উদ্বেগ প্রকাশ করেছে। উত্তর কোরিয়া এক বিবৃতিতে আমেরিকা এবং তাদের এশিয় মিত্রদের ওই কর্মকাণ্ডকে এ অঞ্চলের স্থিতিশীলতার জন্য বিপদ বলে উল্লেখ করেছে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ‘ফ্রিডম এজ’ নামে পরিচিত যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের ত্রিপক্ষীয় মহড়ারও নিন্দা জানিয়েছে। ওই মহড়া বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের দক্ষিণে অনুষ্ঠিত হয়। উত্তর কোরিয়া বলেছে ওই ৩ দেশের মধ্যে সম্পর্ক ও কার্যক্রম ন্যাটোর এশিয়ান সংস্করণের মতো। পার্সটুডে আরও জানায়, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে: আমেরিকা এবং তার মিত্রদের পদক্ষেপগুলো এই অঞ্চলের জন্য হুমকি। বিবৃতিতে হুশিয়ারি দিয়ে বলা হয়েছে আমেরিকার নেতৃত্বে তাদের মিত্রদের সমন্বয়ে অঞ্চলে সামরিক জোট শক্তিশালী করার ঘটনাকে উপেক্ষা করা হবে না। আঞ্চলিক শান্তি রক্ষা করার স্বার্থে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।
এর আগে চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের উপ-প্রধান বলেছিলেন: আমেরিকা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন:
ওয়াশিংটন এ অঞ্চলে তার আধিপত্য বজায় রাখতে ন্যাটোর এশিয় সংস্করণ তৈরি করতে চাচ্ছে।