আন্তর্জাতিক

উদ্বোধনের ছয় মাস না পেরোতেই রাম মন্দিরে ফাটল, চুইয়ে পড়ছে পানি

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অযোধ্যার রামমন্দির উদ্বোধন হওয়ার ছয় মাসের মাথাতেই ফাটল দেখা দিয়েছে। বর্ষার শুরুতেই বৃষ্টি হলেই মন্দিরের ছাদ থেকে বৃষ্টির পানি চুইয়ে পড়তে শুরু করেছে। বিষয়টি জানিয়েছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য্য সত্যেন্দ্র দাস।

মঙ্গলবার (২৫ জুন) ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, জানুয়ারির শেষের দিকে অযোধ্যার রামমন্দির উদ্বোধনের পর থেকে গত শনিবার মধ্যরাতেই প্রথমবার ভারী বৃষ্টি হয়। আর সেই ভারী বৃষ্টিতে রামমন্দিরের ছাদ চুইয়ে পানি পড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

মন্দির নির্মাণে অবহেলার অভিযোগ তুলে আচার্য্য দাস শনিবার মধ্যরাতে বৃষ্টির পর মন্দির চত্বর থেকে বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই বলে দাবি করেন। এ সময় তিনি মন্দির কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে মন্দিরের ট্রাস্ট সূত্র জানিয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছাদ থেকে পানি পড়ার ঘটনা সম্পর্কে অবহিত করার পরে মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশরা মন্দিরে পৌঁছে ছাদটি মেরামত করে পানিবিরোধী করার নির্দেশ দেন।

মন্দির নির্মাণের অগ্রগতি সম্পর্কে গণমাধ্যমকে মিশরা বলেন, ‘‘প্রথম তলার কাজ চলছে; এই বছরের জুলাইয়ের মধ্যে শেষ হবে।’’ আর চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মন্দির নির্মাণের কাজ পুরোপুরি শেষ হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

রামমন্দিরের ছাঁদ চুইয়ে পানি পরার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন প্রধান পুরোহিত। দেশের বিভিন্ন প্রান্তের বড় বড় ইঞ্জিনিয়াররা রামমন্দির তৈরি করার পরও বৃষ্টিতে ছাদ থেকে পানি চুইয়ে পড়ার ঘটনায় অবাক তিনি। এ ঘটনাকে অত্যন্ত বাজে ব্যাপার বলে মন্তব্য করেন তিনি।

চলতি বছরের ২২ জানুয়ারি লোকসভা ভোটকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তড়িঘড়ি করে মন্দিরটি উদ্বোধন করেছিলেন। সে সময়ই অভিযোগ উঠেছিল, মন্দিরের কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই লোকসভা ভোট ‘‘নজরে’ রেখে উদ্বোধন করা হচ্ছে।

মন্দির উদ্বোধনের পাঁচ মাস পূর্তির পরেই প্রকাশ্যে এল রামমন্দিরের ছাদ থেকে চুইয়ে পানি পড়ার ঘটনা।

এরকম আরও খবর

Back to top button