রাশিফল

বৃশ্চিকের সংসারে ব্যয় বৃদ্ধি, মীনের কর্মে অলসতা

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
জমি ক্রয় বিক্রয়ে সমস্যা। লিভারের গোলযোগ। চাকরির স্থানে সময় নষ্ট হতে পারে। অর্থযোগে সমস্যা।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
সম্পত্তি কেনার পরিকল্পনা। প্রেম নিয়ে চিন্তা। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন। অর্থ সমস্যা।

মিথুন: (২২মে – ২১ জুন)
বাড়ি নির্মাণের পরিকল্পনা। সামাজিক আনন্দ অনুষ্ঠানে যোগদান। কর্মস্থানে ভালো লোকের সঙ্গে পরিচয়।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
সম্পত্তি নিয়ে আত্মীয়র সঙ্গে বিবাদ। চিকিৎসায় ব্যয়। প্রতিবেশীর সাথে মনমালিন্য। কর্মক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পাবে।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
সম্পত্তি নিয়ে সমস্যা বাড়তে পারে। পেটের যন্ত্রণাতে কষ্ট পেতে পারেন। কর্মযোগে বাড়তি উপার্জন। আর্থিক যোগ শুভ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা বাড়বে। প্রেমে মানসিক কষ্ট আসতে পারে। ব্যবসায় দিনটি ভালো বলা চলে।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কর্মযোগে সমস্যার সমাধান বেরোতে পারে। পরিবার মিলে ভ্রমণের পরিকল্পনা। প্রিয়জনের থেকে মানসিক কষ্ট পেতে পারেন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে। সঞ্চয় কম হবে। ব্যস্ততার জন্য ভালো কাজ হাতছাড়া হতে পারে। যানবাহনে ভোগান্তি।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
অপ্রিয় সত্য কথা বলায় দাম্পত্যে সমস্যা। আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। কর্মযোগ মিশ্র। প্রেমযোগ শুভ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
কর্মযোগে বিদেশে যাত্রা। প্রেমযোগ শুভ। অতিরিক্ত রাগের কারণে বিবাদ। ব্যবসায়িক পরিকল্পনা।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে অর্থ নাশ হতে পারে। আইনি কোনো কাজের জন্য দূরে যেতে হতে পারে। ঋণগ্রহণ হতে পারে। প্রেমযোগ মিশ্র।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
পায়ে আঘাত লাগাতে পারে। প্রভাবশালী ব্যক্তির জন্য ব্যবসায় উপকার পেতে পারেন। কর্মে অলসতা।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button