জয়ে শুরু আর্জেন্টিনার
গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : শিরোপা ধরে রাখার মিশনে জয় দিয়ে যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকায় উদ্বোধনী ম্যাচে আলবেসিলেস্তেরা কানাডাকে ২-০ গোলে হারিয়েছে।
কোপার পর কাতার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা টানা তৃতীয় শিরোপার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে এসেছে। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে তাই একটি আসনও ফাঁকা ছিল না।
আটলান্টায় কানাডা শুরুতে প্রেস করে কিছু সুযোগ তৈরি করলেও সুবর্ণ সুযোগটি তৈরি করেছে আর্জেন্টিনাই। অ্যাঙ্গেল ডি মারিয়া নিজের অর্ধ থেকে দৌড় লাগিয়েও গোলের সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে পারেননি। বিরতির পরই লিওনেল স্ক্যালোনির দল তাদের ঝলক দেখিয়েছে। লিওনেল মেসির থ্রুস বল থেকেই আসে প্রথম গোল। তিনি পাস দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে। তিনি আগুয়ান গোলকিপারের প্রতিরোধের মুখে পড়েছিলেন। তার আগেই ডানে অরক্ষিত থাকা আলভারেজের পথে পাস দিয়ে দেন তিনি। সুযোগ পেয়ে দারুণ ফিনিশিংয়ে জাল কাঁপান আলভারেজ। ৩২ ম্যাচে এটি তার অষ্টম গোল।
কানাডা তার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে। কিন্তু অভিজ্ঞ সেন্টার ব্যাক ওতামেন্ডি নামলে সেটা রক্ষণে ভালোমতোই কাজে দেয় তখন। তার পর ৮৮ মিনিটে আবারও মেসির পাস থেকে আসে দ্বিতীয় গোল। তার পাস থেকে এবার গোলটি করেছেন বদলি নামা লাউতারো মার্তিনেজ।
এদিন আবার কোপায় ইতিহাস গড়েছেন কাতার বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। টুর্নামেন্টে সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড় এখন তিনি-৩৫। ৩৪ ম্যাচ নিয়ে তার পরে রয়েছেন চিলির সের্হিও লিভিংস্টোন।
জয় নিয়ে মাঠ ছাড়া ম্যাচে গোলের সুবর্ণ সুযোগও হাতছাড়া করেছেন মেসি। ৬৫ মিনিটে ডাইভ দিয়ে মেসির শট প্রতিরোধ করেছেন কানাডা গোলকিপার। তার পর ফিরতি বল হেড করে ব্লক করেন এক ডিফেন্ডার। ৭৯ মিনিটেও লক্ষ্যে রাখতে পারেননি বল।