আন্তর্জাতিকআলোচিত

বিষাক্ত মদপানে ৩০ জনের মৃত্যু, গুরুতর অসুস্থ শতাধিক

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : বিষাক্ত মদপানে অন্তত ৩০ ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া ওই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও অন্তত ১০০ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর কাল্লাকুরিসি জেলায়।

বুধবার সকালে এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম অনলাইন এনডিটিভি।

এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছেন কর্তৃপক্ষ। এমন অস্বাভাবিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। যারা এ বিষয়ে ব্যবস্থা নিতে ব্যার্থ হয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এক্সের এক বার্তায় তিনি বলেছেন, এভাবে মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। কাল্লাকুরিসিতে যারা বিষাক্ত মদপানে প্রাণ হারিয়েছেন তাদের মৃত্যুর বিষয়টি শোনার সাথে সাথে আমি গভীরভাবে ব্যাথিত হয়েছি। এই অপরাথের সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এরকম আরও খবর

Back to top button