আলোচিতজাতীয়সারাদেশ

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি : বাড়িঘর ছেড়ে আশ্রয়ের খোঁজে দিশেহারা মানুষ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হলেও পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। রাস্তাঘাট ডুবে বাসা-বাড়িতে পানি ঢুকে পড়ায় দিশেহারা মানুষ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়ে যাচ্ছেন।

মঙ্গলবার (১৮ জুন) সকাল থেকে সুনামগঞ্জ পৌরশহরের বেশিরভাগ এলাকায় পানি ঢুকে পড়ায় সকাল থেকেই মানুষজন ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয়ের খোঁজে বের হয়েছেন।

শহরের পৌর এলাকার নূর আহমেদ মানুম সংবাদ মাধ্যমকে বলেন, ‘সকাল ৭টায়ও উকিলপাড়া সড়কে পানি ছিল না। এখন হাঁটুপানি। আলামত যা মনে হচ্ছে তাতে ২০২২ সালের মতো বন্যা হবে। এখন দেশের মানুষ সুনামগঞ্জের জন্য দোয়া করেন, সুনামগঞ্জের মানুষ ভালো নেই।’

শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা পিংকি সংবাদ মাধ্যমকে জানান, ‘দুই রাত থেকে আতঙ্কে ছিলাম, কখন বন্যা হবে তাই রাত ঘুমাইনি, ভোর থেকে বাসায় পানি ডুকছে। আর বাসায় থাকা যাচ্ছে না, তাই পরিবার সন্তান নিয়ে অন্য জায়গায় যাচ্ছি। বন্যা কতটা ভয়ংকর যারা এই পরিস্থিতিতে পড়ে তারাই জানে।’

এদিকে যতই সময় যাচ্ছে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির ততই অবনতি হচ্ছেন। পৌরশহরের সব এলাকায় ঘরবাড়ি রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। গত দুই দিনে জেলার প্রায় ২০ লাখ মানুষ বন্যার পানিতে ভোগান্তিতে পড়েছেন।

সুনামগঞ্জ সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্ট দিয়ে সকাল ৯টায় বিপদসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নদীর দুপাড় উপচে সোমবার রাত থেকে পানি পৌরশহরের বড়পাড়া, আরপিন নগর, তেঘরিয়ার, নতুনপাড়া, হাছন নগরসহ সব এলাকায় বন্যা দেখা দিয়েছে। মানুষের বাড়িঘরে পানি ঢুকে পড়ায় শহরের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। পানিবন্দি দিশেহারা মানুষের আশ্রয় নেওয়ার জায়গা নেই।

এরই মধ্যে যাদের একতলা বাড়ি, আধাপাকা বাড়ি তাদের বেশির ভাগ মানুষ সুনামগঞ্জ সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন।

এদিকে জেলার প্রায় সব উপজেলায় বন্যা দেখা দিয়েছে।

ছাতক-সুনামগঞ্জ, তাহিরপুর ও বিশ্বম্ভপুর মূল সড়কে পানি উঠে যাওয়া সড়ক যোগাযোগ বিছিন্ন রয়েছে।

জেলার সীমান্ত উপজেলা দোয়ারাবাজার, ছাতক, তাহিরপুর, বিশ্বম্ভপুর উপজেলায় গত এক সপ্তাহ ধরে পাহাড়ি ঢলে রাস্তাঘাট বাড়িঘর পানিতে তলিয়েছে। একইভাবে ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর, দিরাই, শাল্লা, জগন্নাথপুর উপজেলায় বন্যা দেখা দেওয়ায় মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছেন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যমতে সুনামগঞ্জে ২৪ ঘন্টায় বৃষ্টিপাত না হলেও ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় ঢলের পানিতে সুনামগঞ্জে বন্যা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা মানুষকে বন্যা পরিস্থিতিতে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, জেলার সব উপজেলায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

এরকম আরও খবর

Back to top button