গাজীপুর

কালিয়াকৈরে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরে কলেজের র‌্যাগ ডে উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের জেরে প্রকাশ্যে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী হলেন, কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকার মোতালেব মিয়ার ছেলে আল আমিন (১৯)। সে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।

কলেজ কর্তৃপক্ষ পুলিশ ও শিক্ষার্থীরা সংবাদ মাধ্যমকে জানায়, বুধবার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে র‌্যাগ ডে পালন করা হয়। দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে উচ্চস্বরে মাইক বাজিয়ে হৈহল্লা করে। অনুষ্ঠানে শতাধিক মোটরসাইকেল মহড়া দেয় সোহান ও তার সহযোগীরা। অনুষ্ঠানের এক পর্যায়ে ওই কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার দুপুরে পৌর ছাত্রলীগের সভাপতি ও কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমন খান, তার সহযোগী সাকিব হৃদয়, আকাশ ও হাসানসহ ১০-১২ জন শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসের মাঠে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী আল আমিন ও কামরুলকে দেখতে পেয়ে ধাওয়া করে। এ সময় তারা দুজনে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশে ডাইনকিনি সড়কে শাহ মখদুম মার্কেটের সামনে গিয়ে মাটিতে পড়ে যায়। এ সময় হামলাকারী পৌর ছাত্রলীগের নেতাকর্মী ও ওই কলেজের শিক্ষার্থীরা তাদের মারধর ও কুপিয়ে জখম করে।

পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে আলামিনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর সুফিয়া বেগম সংবাদ মাধ্যমকে বলেন, বুধবার শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে তাদের বিদায়ী অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছিল কোনো ধরনের রাগ ডে পালনের অনুমতি দেওয়া হয়নি। সেই অনুষ্ঠানে কলেজের বেশ প্রয়োজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই অনুষ্ঠানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ওই ঘটনার জের ধরেই আজকে একটি পক্ষের হামলায় কলেজের একজন ছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মো. জুবায়ের সংবাদ মাধ্যমকে বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি কলেজের র‌্যাগ ডে পালনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে বৃহস্পতিবার দুপুরে একটি পক্ষের হামলায় এক ছাত্র নিহত হয়েছে।

এরকম আরও খবর

Back to top button