ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, তড়িঘড়ি নামানো হলো যাত্রীদের
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : আকাশে ওড়ার আগেই দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের রানওয়েতে বোমাতঙ্কে থামিয়ে দেওয়া হয়েছে বারাণসীগামী একটি বিমান। জরুরি ভিত্তিতে ইন্ডিগোর বিমানটির সব যাত্রীকে নামিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। এ ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয় দিল্লি বিমানবন্দরে।
দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আপৎকালীন দরজা দিয়ে সব যাত্রীকে বিমানের বাইরে আনা হয়। প্রত্যেকেই নিরাপদে আছেন।
জানা যায়, মঙ্গলবার (২৮ মে) ভোর পাঁচটার দিকে দিল্লি বিমানবন্দর থেকে ইন্ডিগোর একটি বিমান বারাণসী উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রানওয়ে থেকে ওড়ার আগ মুহূর্তে বোমা রাখার হুমকি-বার্তা আসে। এরপরেই তড়িঘড়ি করে বিমানের যাত্রীদের নামিয়ে তল্লাশি অভিযান শুরু হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানের ভেতর সন্দেহজনক কোনও বস্তুর সন্ধান মেলেনি।
দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আপৎকালীন দরজা দিয়ে সব যাত্রীকে বিমানের বাইরে আনা হয়। প্রত্যেকেই নিরাপদে রয়েছেন। বিমানে মোট কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি।
দিল্লির দমকল বিভাগের তরফে জানানো হয়, ভোর ৫টা ৩৫ মিনিটে তাদের কাছে খবর আসে যে, বারাণসীগামী একটি বিমানে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে পৌঁছায় দমকলের একটি কুইক রেসপন্স টিম (কিউআরটি)।
সোমবারই মুম্বাইয়ের তাজ হোটেল এবং শিবাজি বিমানবন্দরে বোমা রাখা আছে বলে একটি ফোন আসে মুম্বাই পুলিশের কাছে। যদিও তল্লাশি অভিযানে কিছুই মেলেনি।
কিছুদিন আগেও দিল্লি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি বিমানের শৌচাগারে একটি সাদা কাগজ পাওয়া যায়, যার ওপরে লেখা ছিল ‘বোমা’। তারও আগে দিল্লির একাধিক স্কুলে বোমা রাখা রয়েছে বলে ইমেল আসে পুলিশের কাছে। তদন্তে প্রমাণিত হয় সেগুলো ভুয়া ছিল।