শহীদ বরকত স্টেডিয়ামের মাঠে ‘জুয়ার আসর’: একজনকে ২০ দিনের কারাদণ্ড
গাজীপুর কণ্ঠ ডেস্ক : জয়দেবপুর শহীদ বরকত স্টেডিয়াম মাঠে ‘জুয়ার আসর’ থেকে আরমান আলী নামে একজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে জেলা প্রশাসন।
পুলিশের সহযোগিতায় শুক্রবার সকাল সাড়ে ছয়টায় তাকে আটক করা হয়।
আটক আরমান দোষ স্বীকার করায় ‘বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায়’ ২ জন সাক্ষীর উপস্থিতিতে ঘটনাস্থলেই তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এর নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস।
জেলা প্রশাসক কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক ‘জেলা প্রশাসক গাজীপুর’ আইডিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, আটক আরমান আলীসহ ৭ জন মিলে বৃহস্পতিবার মধ্যরাত থেকে তারা টাকার বাজিতে জুয়া খেলতে শুরু করে। বাকিরা পালিয়ে গেলেও আরমান তাদের একজনের নাম ঠিকানা জানিয়েছে।