গাজীপুর কণ্ঠ ডেস্ক : অবশেষে স্বজনদের কাছে ফিরেছেন এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিক। সোমালি জলদস্যুদের কাছ থেকে মুক্তি পাওয়ার এক মাস পর চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছেছেন তারা।
মঙ্গলবার (১৪ মে) বিকেল ৪টার দিকে তাদের নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছায় এমভি জাহান মনি-৩।
এর আগে গত ৯ মে রাতে এমভি আবদুল্লাহ বঙ্গোপসাগরে পৌঁছে। পরে সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করে জাহাজটি।
মোজাম্বিক থেকে ৫৬ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে গত ১২ মার্চ সোমালিয়ার জলদস্যুরা জাহাজটি জিম্মি করেছিল। গত ১৪ এপ্রিল ভোররাতে জাহাজটি জলদস্যুমুক্ত হয়। এ সময় ৬৫ জন জলদস্যু জাহাজটি থেকে বোটে নেমে যায়।
গত ২২ এপ্রিল বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরে ভিড়েছিল। কয়লা খালাস শেষে ২৭ এপ্রিল স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে নতুন ট্রিপের পণ্য লোড করতে ইউএইর মিনা সাকার বন্দরে যায় জাহাজটি। সেখান থেকে চুনাপাথর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় এমভি আবদুল্লাহ জাহাজ।