অবশেষে মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনা প্রত্যাহার
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করতে মালদ্বীপের চিনপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সরকারের পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির প্রথম দিল্লি সফর করছেন। এর মাঝেই মুইজ্জুর দাবি অনুযায়ী মালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার করা সম্পন্ন হয়েছে বলে ঘোষণা দিয়েছে ভারত।
মালদ্বীপের মুইজ্জু সরকার ভারতকে শুক্রবারের (১০ মে) মধ্যে দ্বীপরাষ্ট্রটি থেকে ভারতীয় সেনা সরিয়ে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিল।
মালদ্বীপে গত বছরের নির্বাচনী প্রচারে মুইজ্জুর অন্যতম মূল প্রতিশ্রুতি ছিল ভারতীয় সেনাদের দেশে ফেরত পাঠানো। ২০২৩ সালের নভেম্বরে মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জোর হাওয়া লাগে সেই পালে ৷
চলতি বছরের জানুয়ারিতে মালদ্বীপে তিন উপমন্ত্রীর ভারত বিরোধী মন্তব্যের জেরে তিক্ত হয় দু’দেশের সম্পর্ক ৷ তারপরই ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য নয়াদিল্লিকে সময়সীমা বেঁধে দেন মুইজ্জু ৷
বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনার পর মালদ্বীপের সিদ্ধান্তে রাজি হয় ভারত ৷ শুক্রবার স্থানীয় এক সংবাদমাধ্যমকে মালদ্বীপের প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, সেদেশ থেকে সেনাদের শেষ ব্যাচ সরিয়ে নিয়েছে ভারত ৷
এর আগে বৃহস্পতিবার নয়াদিল্লির কর্মকর্তারা মালদ্বীপে ৮০ জন ভারতীয় সেনার জায়গায় বেসামরিক কর্মী দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন।
সাংবাদিকদের সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সেনাদের প্রথম এবং দ্বিতীয় ব্যাচকে ইতোমধ্যেই দেশে ফেরানো হয়েছে ৷ এখন কেবলমাত্র তিনটি ভারতীয় বিমান পরিচালনার জন্য কয়েকজন দক্ষ ভারতীয় প্রযুক্তিগত কর্মীদের মোতায়েন করা হয়েছে ।
নিরাপত্তার স্বার্থে মালদ্বীপকে দুটি হেলিকপ্টার এবং একটি ডর্নিয়ার উপহার দিয়েছিল ভারত ৷ সেগুলোর রক্ষণাবেক্ষণের জন্যই মালদ্বীপে ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছিল ৷ ওই বিমান ও হেলিকপ্টার অসুস্থ রোগী পরিবহন এবং দুর্যোগকালে ত্রাণ সরবরাহের মতো কাজে ব্যবহার হয়ে আসছে।
বেশ কিছুদিন ধরেই কিছু কিছু করে সেনা সরাতে শুরু করেছিল ভারত ৷ এবার সব সেনা সরানো শেষ হয়েছে বলে ঘোষণা দিল দেশটি ৷ আর এ ঘোষণা দেওয়া হল মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরকালেই।
দু’দেশের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বৃহস্পতিবার ভারত সফরে যান মলদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জামির ৷ মালদ্বীপে নির্বাচনের পর দেশটির কোনও মন্ত্রীর এটিই প্রথম ভারত সফর।
ভারত ও মালদ্বীপের পরিবর্তিত কূটনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে নিবিড় আলোচনা হয়েছে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ৷ এরপর দু’দেশের সম্পর্ক প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘পারস্পরিক স্বার্থ’ এবং ‘পারস্পরিক সংবেদনশীলতার’ ওপর দুই দেশের উন্নয়ন নির্ভর করছে।
ওদিকে, মুসা জমির বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে তারা আন্তরিকভাবে আগ্রহী। ভারতীয় পর্যটকদের মালদ্বীপে ফেরত যাওয়ার অনুরোধও করেন তিনি। দু’দেশের সম্পর্কে অবনতির জেরে মালদ্বীপে ভারতীয় পর্যটকের সংখ্যা কমে যাওয়ার প্রেক্ষাপটে মুসা এ অনুরোধ জানান।