গাজীপুর কণ্ঠ ডেস্ক : মার্কিন ডলারের দাম বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলারে ৭ টাকা বাড়ানোয় এই বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য এখন ১১৭ টাকা। এর আগে ডলারের অফিসিয়াল দাম ছিল ১১০ টাকা।
বুধবার (৮ মে) এক প্রজ্ঞাপনে নতুন দাম ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। ব্যবসায়ীদের শঙ্কা, নতুন এ সিদ্ধান্তের ফলে জিনিসপত্রের দাম বাড়বে, চাপে পড়বে সাধারণ মানুষ।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে ক্রলিং পেগ নামের নতুন পদ্ধতিতে ডলার কেনাবেচা হবে। এ পদ্ধতিতে ডলারের রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। কিন্তু গত বছরের সেপ্টেম্বর থেকে ডলারের দাম ছিল ১১০ টাকা। যা ছিল অ্যাসোসিয়েশন অব ব্যাংকার বাংলাদেশ (এবিবি) এবং বাফেদা নির্ধারিত।