আলোচিতসারাদেশ

চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে গোপন বৈঠক, পাঁচ প্রিসাইডিং কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে পাঁচ প্রিসাইডিং কর্মকর্তাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ মে) রাত সাড়ে ৯টার দিকে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

গ্রেপ্তার প্রিসাইডিং কর্মকর্তারা হলেন- যমুনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সিরাজুল ইসলাম, এসবি রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওমর আলী কওমি মহিলা মাদরাসাকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও এসবি রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবু সামা, বাহুকা ডিগ্রি কলেজের প্রভাষক ও বনবাড়িয়া পাইকপাড়া মডেল স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বাচ্চু কুমার ঘোষ, জনতা ব্যাংক পিএলসি শহরের এসবি ফজলুল হক সড়ক শাখার সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা ও হরিণা বাগবাটি স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ইয়াসির আরাফাত।

এরকম আরও খবর

Back to top button