Uncategorized

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় পিকআপ উল্টে ২ শ্রমিকের মৃত্যু, আহত ১২

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় পিকআপ উল্টে  দুই শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১২ শ্রমিক।

শনিবার (০৪ মে) ভোর ৪টার দিকে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন সুনামগঞ্জ জেলার দুলুরা গ্রামের মো. আ. রাজ্জাক মিয়ার ছেলে মো. রাসেল (২৫) ও একই গ্রামের আমিনুল হকের ছেলে আবু সুফিয়ান (২৫)।

আহতরা হলেন একই জেলার রাসেল (৫২),পারভীন (৫২), আলমগীর (১৬), সূর্য (২৮), নূরুল ইসলাম (২০), ওয়াহাব (৩০), লাল মিয়া (৪০), আবু হানিফা (২০), আমির মিয়া (৫৫), এরশাদ (২৫), ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার বীর আহাম্মদপুর গ্রামের মো. ফেরদৌস মিয়ার ছেলে মো. শাহজাহান (২৮) ও কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া এলাকার শহিদুল্লার ছেলে খায়রুল ইসলাস (২০)।

নিহত সুফিয়ানের স্ত্রী লিপা সংবাদ মাধ্যমকে জানান, তার স্বামীসহ সকলেই নির্মাণ শ্রমিক। তারা শ্রীপুর পৌরসভার আসপাডা মোড় এলাকায় ভাড়া থেকে নির্মাণ শ্রমিকের কাজ করত। শনিবার ভোরে কাজ যাওয়ার পথে ডাম্প ট্রাকের ধাক্কায় তার স্বামীসহ দুই জন মারা গেছেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, ঢালাইয়ের কাজ করার জন্য ১৪ জন শ্রমিক পিকআপে মিক্সার মেশিন নিয়ে শ্রীপুর থেকে মাওনার আনসার রোড এলাকায় যাচ্ছিলেন। পথে শনিবার ভোরে তারা ঘটনাস্থলে পোঁছালে পেছন থেকে একটি ড্রাম্প ট্রাক পিকআপে ধাক্কা দেয়। এতে পিকআপ উল্টে মিক্সার মেশিনের নিচে চাপা পড়েন কয়েকজন শ্রমিক। ঘটনাস্থলেই মারা যান রাসেল মিয়া। আহত ১৩ জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক আবু সুফিয়ানকেও মৃত ঘোষণা করেন। অন্যরা হ্সপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. আ. কুদ্দুছ সংবাদ মাধ্যমকে জানান, ভোর সাড়ে ৪টার দিকে ভাংনাহাটি গ্রামে শ্রমিক বহনকারী পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ডাম্প ট্রাক। এতে পিকআপে থাকা ১৪ শ্রমিক আহত হন। তাদের মধ্যে দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। শ্রীপুর উপজেলা হাসপাতাল থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারা বিনতে ফারুক সংবাদ মাধ্যমকে জানান, ভোর ৫টার দিকে দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুইজন হাসপাতালে আনার আগেই মারা যান। আহতদের মধ্যে তিনজন শ্রীপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে। বাকি ৯ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এরকম আরও খবর

Back to top button