গাজীপুর

গাজীপুরে ‘বিষক্রিয়ায়’ দুই শিশুর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে খাদ্যে বিষক্রিয়ায় চার বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।

রোববার (২৯ এপ্রিল) সকালে সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সালনার টেকিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ওই গ্রামের মো. শাহজাহানের মেয়ে জান্নাতুল (৪) ও গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার হরিচণ্ডী গ্রামের শাহ্ আলমের ছেলে মাহিম (৪)।

শাহ্ আলম টেকিবাড়ি গ্রামের বুলবুল আহমেদের ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকেন। গাজীপুরের ইপসা এলাকার একটি সোয়েটার কারখানায় চাকরি করেন তিনি।

মাহিমের মামা মাসুদ রানা সংবাদ মাধ্যমকে বলেন, রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলছিল মাহিম ও জান্নাতুল। এ সময় তারা হঠাৎ তারা অসুস্থ হয়ে পড়লে তাদের মাথায় পানি ঢালা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জান্নাতুলের বাবা শাহজাহান সংবাদ মাধ্যমকে বলেন, সকালে বাড়ির পাশে খেলতে যায় জান্নাতুল। সাড়ে ১১টার হঠাৎ দৌড়ে এসে জানায় যে, কুকুর তাদের তাড়া করেছে। এ কথা বলতে বলতে সে হাঁপিয়ে ওঠে। কোনো কিছু বুঝে ওঠার আগেই জ্ঞান হারিয়ে ফেলে। পরে জান্নাতুলকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর তাদের লাশ রাত ১টার দিকে দাফন করা হয়েছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাসনীন জাহান সংবাদ মাধ্যমকে বলেন, খাদ্যে বিষক্রিয়ায় মাহিম ও জান্নাতুলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ওসি সৈয়দ রাফিউর করিম সংবাদ মাধ্যমকে বলেন, দুই শিশুর ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসক প্রাথমিকভাবে বিষক্রিয়ায় মৃত্যুর কথা জানিয়েছেন। ওরা কিছু খেয়েছিল কী-না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button