কালীগঞ্জে বাসের ধাক্কায় নারী পোশাক শ্রমিক নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে বাসের ধাক্কায় মোছা. জুলেখা বেগম (৩৫) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী-কালীগঞ্জ সড়কের মধ্য চুয়ারিখোলা এলাকায় প্রথমে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় মোছা. জুলেখা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বিকেল সোয়া ৩টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জুলেখা বেগম কালীগঞ্জের মধ্য চুয়ারিখোলা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।
নিহতের ছেলে বোরহান উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমার মা একজন পোশাক শ্রমিক। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মা তার কর্মস্থলে যাওয়ার পথে টঙ্গী-কালীগঞ্জ সড়কের মধ্য চুয়ারিখোলা এলাকায় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হলে দায়িত্বরত চিকিৎসক জানান, মা আর বেঁচে নেই।’
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া সংবাদ মাধ্যমকে বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’