বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ফিলিস্তিনি ফটোসাংবাদিক
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : টাইম ম্যাগাজিনের জরিপে ২০২৪ সালে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন ফিলিস্তিনি ফটোসাংবাদিক মোতাজ আজাইজা। খবর আল-জাজিরার
দীর্ঘ ১০৮ দিন ধরে, মোতাজ আজাইজা তার জন্মস্থান গাজায় বিশ্বের চোখ ও কান হিসাবে কাজ করেছেন। তার তোলা ছবিগুলো বিশ্ববাসীর কাছে পৌঁছে গেছে। কারণ এসময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে অধিকৃত গাজা উপত্যকায় ঢুকতে বাধা দেওয়া হয়।
আজাইজা তার মনোনয়নের বিষয়ে মন্তব্য করে এক্স পোস্টে লিখেছেন, আমি যেখানেই যাই বা যা কিছু অর্জন করি না কেন আমার সঙ্গে আমার দেশের নাম ভাগ করে নেওয়ার জন্য আমি সত্যিই ধন্য।
তিনি বলেন, যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না বা যারা দাবি করে যে এটি তাদেরই ভূমি, ফিলিস্তিন একদিন সেই ইহুদিবাদী ও দখলদারিত্ব থেকে মুক্ত হবে।
আজাইজা বলেছেন, প্রত্যেকেই তার নিজ নিজ জায়গা থেকে কাজ করে, আর আমার কাজ এখনও শেষ হয়নি।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৩৩ হাজার ৮৯৯ ফিলিস্তিনি নিহত ও ৭৬ হাজার ৬৬৪ জন আহত হয়েছেন।