গাজীপুর কণ্ঠ ডেস্ক : নওগাঁর মান্দা উপজেলায় মদ খেয়ে তিন তিন কলেজছাত্রের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আরও এক যুবক গা ঢাকা দিয়েছেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে তিনজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার ভারশো ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের শারিকুল ইসলাম পিন্টু (২২), পাকুড়িয়া মধ্যপাড়া গ্রামের আশিক হোসেন (২২) এবং প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের নাঈমুর রহমান নিশাত (২০)। তারা প্রত্যেকেই মান্দার উত্তরা কলেজের একাদশ শ্রেণির ছাত্র বলে নিশ্চিত করেছে পুলিশ।
মান্দার বিল পাকুরিয়া গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিন বাবু সাংবাদিকদের বলেন, “সন্ধ্যার দিকে বিলউরাইল গ্রামের মাঠে চার তরুণ একসঙ্গে মদপান করেন। এর কিছু পর তারা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে আশিক মারা যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক অন্য দুজনকে মৃত ঘোষণা করেন।”
ঘটনার পর আরেক যুবক গা ঢাকা দিয়েছেন।
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আনন্দ কুমার সংবাদ মাধ্যমকে বলেন, “হাসপাতালে আনার আগেই পিন্টু ও নিশাতের মৃত্যু হয়েছে।”
শারিকুল ইসলাম পিন্টুর বাবা আক্কাস আলী সংবাদ মাধ্যমকে বলেন, বিকাল ৩টার দিকে আমার ছেলে খাওয়া-দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার দিকে তার মৃত্যুর খবর জানতে পারি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে বলতে পারছি না।
মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী সংবাদ মাধ্যমকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে। এরপর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান আছে।