চাঁদের দেখা মেলেনি, সৌদি আরবে ঈদ বুধবার
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : শাওয়ালের চাঁদ সোমবার দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে বুধবার।
সৌদি গেজেট জানিয়েছে, সোমবার (৯ এপ্রিল) সৌদি আরবের কোথাও নতুন চাঁদ দেখা না যাওয়ায় দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ ঈদের এই তারিখ ঘোষণা করে।
রমজান মাসজুড়ে সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। মঙ্গলবার সৌদি আরবের মুসলমানরা ৩০ রোজা পূর্ণ করবেন এবং বুধবার ভোরে ঈদের নামাজ পড়বেন।
এ বছর সূর্যোদয়ের ১৫ মিনিট পর ঈদের নামাজ হবে বলে আগেই জানিয়ে রেখেছে সৌদি ধর্ম মন্ত্রণালয়।
সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এ বছর বাংলাদেশে রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর।
রোজার ঈদের তারিখ নির্ধারণে মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি। সারা দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এই কমিটি রোজার ঈদের তারিখ ঘোষণা করবে।
ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি এ কমিটিরও সভপতি।
মঙ্গলবার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ঈদ হবে বুধবার। আর চাঁদ দেখা না গেলে বুধবার ৩০ রোজা পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ হবে বৃহস্পতিবার।
বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।