গাজীপুর কণ্ঠ ডেস্ক : সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় পাহাড়ে ড্রোনের মাধ্যমে অনুসন্ধান চালিয়ে নেজাম উদ্দিনকে উদ্ধার করা হয়। পরে রাতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রাতে নেজাম উদ্দিনকে তার বড় বোন এবং স্বজনদের কাছে পৌঁছে দেয়া হয়। তারা র্যাব কার্যালয় ছেড়ে চলে গেছেন। তবে তারা শুক্রবার ১১টায় র্যাব কার্যালয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হবেন।
র্যাব জানিয়েছে, সমঝোতার মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হয়েছে। যদিও সমঝোতাটা কী সেই বিষয়ে নিশ্চিত করে বলেননি র্যাব কর্মকর্তারা।
র্যাবের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্যও দেওয়া হয়নি।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদ মাধ্যমকে বলেন, র্যাবের মধ্যস্থতায় বান্দরবানের রুমার সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নেজাম উদ্দিনকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে র্যাব কার্যালয়ে নেওয়া হয়।