গাজীপুর
পূবাইলে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলের করমতলা এলাকায় ট্রেনে কাটা পড়ে ফজেল হক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
ফজেল হক ময়মনসিংহের তারাকান্দা থানার কোদালিয়া এলাকার মৃত আছান আলীর ছেলে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাজিউর রহমান সংবাদ মাধ্যমকে জানান, পূবাইলে এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসেন ফজেল হক। সকালে বাড়ির পাশে কদমতলা এলাকায় রেললাইন দিয়ে হাঁটছিলেন তিনি। এ সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন বলে জানা গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।