গাজীপুরজেলা প্রশাসন

কালীগঞ্জের ইউএনও আজিজুর রহমানকে মুকসুদপুর বদলি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আজিজুর রহমানকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস. এম ইমাম রাজী টুলুকে কালীগঞ্জে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা গেছে, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কালীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আজিজুর রহমানকে (১৭৭৯৫) গোপালগঞ্জের মুকসুদপুরে এবং মুকসুদপুরের ইউএনও এস. এম ইমাম রাজী টুলুকে (১৭৮৫৮) কালীগঞ্জে পদায়ন করা হয়েছে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিসিএস ৩৪ তম ব্যাচের কর্মকর্তা মো: আজিজুর রহমান ২০২৩ সালের ২৮ মে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কালীগঞ্জে যোগদান করেছেন। এর আগে ১০ মে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার ফাহ্রিয়া ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো: আজিজুর রহমানকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কালীগঞ্জে পদায়ন করা হয়। আজিজুর রহমানকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগের জন্য ২০২২ সালের ২৫ আগস্ট ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচলক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নারায়ণগঞ্জের ফতুল্লা রাজস্ব সার্কেলে দায়িত্ব পালন করেন। সহকারী কমিশনার হিসেবে পার্বত্য বান্দরবান ও সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন।

তাঁর নিজ জেলা কিশোরগঞ্জ।

 

আরো জানতে…..

কালীগঞ্জের নতুন ইউএনও এস. এম ইমাম রাজী টুলু

কালীগঞ্জের নতুন ইউএনও আজিজুর রহমান

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button