জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : জয় দিয়েই নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করলো টাইগাররা। নিজেদের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে হারালো ২১ রানে।
ম্যাচ জিতলেও টস ভাগ্যটা যায়নি টাইগার ক্যাপ্টেন মাশরাফির দিকে। তাই প্রোটিয়া ক্যাপ্টেনের আঙুলের ইশারায় ব্যাটিংয়ে বাংলাদেশ। শুরুটা ভালোই করে দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। ব্যক্তিগত ১৯ রানে আউট হওয়ার আগে দলীয় স্কোরে তখন শোভা পাচ্ছিলো ৬০ রান। তামিম ফিরে গেলে বেশিক্ষণ থিতু হয়নি সৌম্যর ইনিংসও। ব্যক্তিগত ৪২ রানে সাজঘরে হাটেন এই বাঁহাতি।
তামিম সৌম্যর বিদায়ের পরের গল্পটা শুধুই বাংলাদেশময়। কারণ এরপর সাকিব-মুশফিক জুটিতে আসে মূল্যবান ১৪২ রান। সাকিব আউট হন ব্যক্তিগত ৭৫ রানে। আর ৭৮ করে বিদায় নেন মুশফিক। শেষদিকে মাহমুদউল্লাহ ৪৬ আর সৈকত ২৬ রান করলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩৩০ রান। প্রোটিয়াদের হয়ে তাহির, মরিস নেন দুটি করে উইকেট।
জবাব দিতে নেমে ভালোই খেলছিল আফ্রিকানরা। ভুল বোঝাবুঝি হয়ে ডি কক আউট হওয়ার আগে দলীয় রান দাঁড়ায় ৪৭। এরপর ১০০ রানে মার্করামকে আউট করেন সাকিব। এই ব্যাটসম্যানের সংগ্রহ ছিল ৪৫ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে সবোর্চ ৬২ রানের ইনিংসটি খেলেন ফাফ ডু প্লেসিস। আর শেষ দিকে জেপি ডুমিনি ৪৫ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। তাই ২১ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় ডু প্লেসিসের দলকে। বাংলাদেশের হয়ে মুস্তাফিজ নেন ৩ টি উইকেট। এছাড়াও সাইফুদ্দিনের শিকার ছিল ২ উইকেট।