গাজীপুর কণ্ঠ ডেস্ক : ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি নেতা আমিনুল ইসলাম সরকার।
শনিবার (০৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভা উপনির্বাচনের রিটার্নিং অফিসার জুয়েল আহমেদ।
আমিনুল ইসলাম সরকার নারিকেল গাছ প্রতীক নিয়ে ১০ হাজার ২৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি পৌর বিএনপির সদস্য ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তার বাবা পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান প্রয়াত আবদুর রশিদ।
ভোটে আমিনুল ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীমা আক্তার জগ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৪৫ ভোট। তিনি স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) এ বি এম আনিছুজ্জামানের স্ত্রী। এ ছাড়া মোবাইল ফোন প্রতীক নিয়ে নূরুল হুদা শিবলু পেয়েছেন ৮৯৭ ভোট।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে ইভিএমে চলে ভোট গ্রহণ। এ নির্বাচনে মেয়র পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করলেও লড়াই হয়েছে মূলত দুই প্রার্থীর মধ্যে।
পৌর মেয়র নির্বাচিত হয়ে আমিনুল ইসলাম সরকার সংবাদ মাধ্যমকে বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হওয়ায় জনগণ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছে।’ নাগরিকসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে জনগণকে এ বিজয় উৎসর্গ করেন তিনি।
রিটার্নিং অফিসার জুয়েল আহমেদ বলেন, ‘সকল বিভাগের কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রশাসেনর সার্বিক সহযোগিতায় একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দিতে পেরেছি। নির্বাচনকে সকল প্রকার শঙ্কামুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক ভূমিকা পালন করেছে।’