জাতীয়

শপথ নিলেন সংরক্ষিত আসনের ৫০ নারী এমপি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ পড়ান।

প্রথমে আওয়ামী লীগের ৪৮ জন নারী সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান স্পিকার। দ্বিতীয় ধাপে জাতীয় পার্টির দুই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান ড. শিরীন শারমিন চৌধুরী।

নির্বাচনের বিধি অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। জোট শরিক ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনে ৪৮টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধী দল জাতীয় পার্টি মনোনয়ন দিয়েছিল দুটি আসনে।

সংরক্ষিত নারী আসনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা (যুগ্ম সচিব) মুনিরুজ্জামান তালুকদার গত ২৫ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫০ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button