গাজীপুর

কালীগঞ্জে জাল নোটসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জের নরুন বাজারে অভিযান পরিচালনা করে ১১ হাজার টাকা মূল্যমানের জাল নোট জব্দ এবং জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার যুবক গাজীপুর সিটি কর্পোরেশনের হাতিয়াবো এলাকার মুল্লুক হোসেনের ছেলে বিল্লাল হোসেন (২৫)। সে গাজীপুরের‌ শিমুলতলী এলাকায় থাকা সামরিক বাহিনীর স্পর্শকাতর একটি প্রতিষ্ঠানে মাস্টার রোলে নিয়োগ পাওয়া কর্মচারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর নরুন বাজারের আলী টেলিকম থেকে মোবাইল ব্যাংকিং বিকাশ-এ ১০ হাজার টাকা পাঠায় বিল্লাল হোসেন। পরে দোকান মালিককে ৫০০ টাকার ২০টি নতুন নোট দিয়ে অর্থ পরিশোধ করে বিল্লাল। সে সময় নোটে থাকা সকল সিরিয়াল নাম্বার এক থাকায় দোকান মালিকের সন্দেহ হয়। পরে এ বিষয়ে নিয়ে দু’জনের মধ্যে হট্টগোল বাধলে আশপাশের লোকজন জড়ো হয়ে বিল্লালকে আটকে রেখে থানায় খবর দেয়া হয়। পরে রাত আনুমানিক ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই নোট যাচাই করে জাল বলে নিশ্চিত হয়। পরে বিল্লালকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।‌ সে সময় বিল্লাল পুলিশকে জানায়, আরো দুইজনসহ সে মোটরসাইকেল নিয়ে নরুন বাজারে আসে। পরে বিকাশে টাকা পাঠিয়ে জাল নোট দিয়ে দোকান মালিককে বোকা বানিয়ে চলে যাওয়ার পরিকল্পনা ছিলো তাদের। কিন্তু দোকান মালিক সন্দেহ করার তা সম্ভব হয়নি। সে সময় তার সহযোগীরা পালিয়ে যায়। পরে পলাতক সহযোগীদের আটক করতে বিল্লালকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়েও তাদের খুঁজে পায়নি পুলিশ।‌ সে সময় আরো এক হাজার টাকার একটি জাল নোট জব্দ করেছে পুলিশ। পরে বিল্লাল এবং পলাতক সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয় {মামলা নাম্বার ২০(০২)২৪}।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, ১১ হাজার টাকা মূল্যমানের জাল নোট জব্দের ঘটনায় গ্রেপ্তার বিল্লাল হোসেন এবং তার ২ সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button