গাজীপুর

সংঘর্ষের ৫ দিন পর অবশেষে আবুল খায়ের গ্রুপের ২৫ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : নদী দখলের পাঁচ মাস না পেরুতেই অবৈধভাবে জমি দখল করাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনার ৫ দিন পর অবশেষে আবুল খায়ের গ্রুপের প্রায় ২৫ জনকে আসামী করে মামলা করেছেন এক ভুক্তভোগী।

সোমবার রাতে ভুক্তভোগী সামছুদ্দিন (৭০) বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলেও বুধবার (১৫ আগস্ট, ২০১৮) রাতে অভিযোগটি নথিভুক্ত (মামলা নং ১৮ [৮] ১৮) করে কালীগঞ্জ থানা পুলিশ।

মামলায় আসামিদের বিরুদ্ধে বেআইনী জনতাবদ্ধে লাঠিসোঠাসহ আক্রমন করে খুনের উদ্যেশ্যে মারপিট ও গুরুতর জখমসহ ভয়ভীতি প্রদর্শনের অপরাধে পেনাল কোডের ১৮৬০ সালের ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

বাদী সামছুদ্দিন কালীগঞ্জ পৌর এলাকার বালিগাঁও গ্রামের মৃত আ: করিমের ছেলে।

সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামে অবস্থিত আবুল খায়ের গ্রুপের সিরামিক্স কারখানার সম্মুখে গত শুক্রবার (১০ আগস্ট) বিকালে।

এজাহার সূত্রে জানা যায়, বাদী সামছুদ্দিনের বালিগাঁও মৌজায় মোট ছয়টি খতিয়ানে আরএস দাগ ২১৩৯,২১০৩,২১০২,২১০৫,২১৩১,২১৩২,২১০৪,২১৩৮,২১৩০ এবং ২১০৬ নং দাগে মোট পাঁচ বিঘা জমি রয়েছে। ওই জমির পাশেই আবুল খায়ের গ্রুপেরসিরামিক্স কারখানা অবস্থিত। উক্ত কারখানার অসাধু কর্মকর্তারা তার জমি জোরপূর্বক দখল করতে বেশ কিছু দিন যাবৎ পায়তারা করে আসছিল এবং ভয়ভীতি সহ বিভিন্ন হুমকি প্রদান করত। গত শুক্রবার (১০ আগস্ট) বিকালে তার দুই ছেলে সেলিম মিয়া ও আঃ রশিদ এবং ভাতিজা বাছেদসহ প্রতিবেশি মইনুল ইসলাম সীমানা নির্ধারণের কাজ করার সময় আসামী আবুল খায়ের সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কালীগঞ্জ শাখার উপ-ব্যাবস্থাপক ও ইনচার্জ মোঃ মর্তূজা মাহফুজ (৩৬), মো: হোসেন(৩০), মো: ফারুক (৩৫), মো: মসিউর (৪০) সহ আবুল খায়ের সিরামিক্স কোম্পানির দায়িত্বরত অজ্ঞাত আরো প্রায় ২৫ জন নিরাপত্তা কর্মী বেআইনী জনতাবদ্ধে অনাধিকার প্রবেশ করে তাদের কাজে বাধা প্রধান করে। সে সময় তারা আসামীদের অন্যায়ের প্রতিবাদ করলে আসামীদের নির্দেশে আবুল খায়ের সিরামিক্স কোম্পানির নিরাপত্তা কর্মীরা তাদেরকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তারা গুরুতর জখম হয়। পরে আসামীরা সেলিম, আঃ রশিদ, বাছেদ এবং মইনুলকে প্রাণ নাশের হুমকি দিয়ে বিভিন্ন ভয়ভীতি প্রদান করে চলে যায়।

মামলার ‘এফআইআর'(ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) এ তদন্তকারী কর্মকর্তা হিসাবে উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমানের নাম উল্লেখ থাকলেও এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়ার ব্যবহৃত সরকারি মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেনি।

এ ব্যাপারে আবুল খায়ের সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কালীগঞ্জ শাখার উপ-ব্যাবস্থাপক ও ইনচার্জ মো. মর্তুজা মাহফুজ জানান, শুক্রবার গ্রামবাসীর অতর্কিত হামলায় আমাদের ১৪ জন আনসার সদস্য আহত হয়েছেন। এর মধ্যে দুই জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে আমি বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছি।

উল্লেখ্য: গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় স্থানীয় ২১ জনকে আসামি করে গত শনিবার গভীর রাতে আবুল খায়ের সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কালীগঞ্জ শাখার উপ-ব্যাবস্থাপক ও ইনচার্জ মোঃমর্তূজা মাহফুজ বাদী হয়ে স্থানীয় ২১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৩০-৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।

এছাড়াও এর আগে গত মার্চ মাসে দিনে দুপুরে অবৈধ গজারী গাছের পাইলিং দিয়ে শীতলক্ষ্যা নদী দখলের অভিযোগ উঠে। পরে সরকারী সম্পদ দখল ও অপব্যবহারের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে প্রাথমিকভাবে তাদের কাজ বন্ধ করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন। এছাড়াও নদী দখলের কাজে ব্যবহৃত নৌকা, গজারী গাছসহ যাবতীয় ষড়ঞ্জামাধী ওই সময় জব্দ করেন।

 

আরো জানতে……

অবৈধভাবে জমি দখল করতে গ্রামবাসীর উপর আবুল খায়ের গ্রুপের হামলা, আহত ৪০(ভিডিও সহ)

জমি দখল করতে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের পর গভীর রাতে মামলা করলো আবুল খায়ের গ্রুপ

সংঘর্ষের ঘটনায় আবুল খায়ের গ্রুপের প্রায় ২৫ জনকে আসামী করে থানায় অভিযোগ

দিনে দুপুরে নদী দখলের অভিযোগ ‘আবুল খায়ের গ্রুপ’র বিরুদ্ধে

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button