আইন-আদালতগাজীপুরসিটি কর্পোরেশন

গাজীপুর সিটিতে ৩ কাউন্সিলরের মেয়রের প্যানেল চেম্বার জজ আদালতে বহাল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র হিসেবে ৩ কাউন্সিলরকে নিয়ে গঠিত প্যানেল বিষয়ে সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

হাইকোর্টের আদেশ স্থগিত করে সোমবার (১২ ফেব্রুয়ারি) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। অন্যপক্ষে ছিলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।

এর আগে গত ১৫ জানুয়ারি গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র হিসেবে ৩ কাউন্সিলরকে নির্বাচিত করে মেয়রের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এই তিন প্যানেল মেয়র হলেন, গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল, মোছা. রাখি সরকার ও মো. মিজানুর রহমান। হাইকোর্টের স্থগিত আদেশের ফলে তারা প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন ও দেওয়ান আসাদ জামান।

পরে এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে গাজীপুর সিটি করপোরেশন।

প্রসঙ্গত, গত বছরের ১৫ অক্টোবর গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল, মোছা. রাখি সরকার ও মো. মিজানুর রহমানকে প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করা হয়। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেন কাউন্সিলর নুরুল ইসলাম নুরু।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button