কালিয়াকৈরে কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা
বিশেষ প্রতিনিধি : কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে এক কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার সাজনধারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কলেজশিক্ষক হলেন- কালিয়াকৈর উপজেলার সাজনধারা এলাকার আফাজ উদ্দিনের ছেলে রেজা সাঈদ আল মামুন (৫৫)। তিনি উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, কলেজ থেকে দুপুরে বাড়ি ফিরে রেজা সাঈদ আল মামুন। পরে খাবার খেয়ে বাড়ির পাশে একটি ক্ষেতে আগাছা পরিষ্কার এবং আইল কাটার কাজ করছিল। একপর্যায়ে কাজ করা অবস্থায় পেছন থেকে তার ছোট ভাই মজিবুর এবং তার ছেলে সুমন ও সেজান লাঠি দিয়ে মারধর করে। এতে কলেজ শিক্ষক রেজা সাঈদ আল মামুন গুরুতর জখম হয়। খবর পেয়ে পরিবার ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। পরে হাসাপতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম নাসিম জানান, জমির বিরোধকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।