গাজীপুরসংবাদ বিজ্ঞপ্তি
কাপাসিয়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ড্রেজার মেশিন পুড়িয়েছে প্রশাসন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রেজার মেশিনটি জব্দ করার পরে আগুন দিয়ে পুড়িয়ে দেয় উপজেলা প্রশাসন।
অবৈধভাবে বালু উত্তলন করছিলেন সনমানিয়া ইউনিয়নের আড়াল বাজারের মামুরদী এলাকায় নদী থেকে স্থানীয় জনপ্রতিনিধি মো: আলমগীর হোসেন, মোবাইল কোর্ট পরিচালনার সময় তাকে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনা করেন কাপাসিয়ার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত আরা।
জেলা প্রশাসক কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক ‘জেলা প্রশাসক গাজীপুর’ আইডিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
আরো জানতে…..
কাপাসিয়ার রাওনাটে ‘পশু খাদ্যের নিরাপত্তা নিশ্চিতকরণে’ মোবাইল কোর্ট