সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জেলা প্রশাসনের
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের ভোগড়া ও চৌরাস্তা এলাকায় মোটরযান অধ্যাদেশ,১৯৮৩ এর অধীনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় বেশ কিছু বাসে আগাম ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে কিনা যাত্রীদের কাছে জানতে চাওয়া হয় এবং এই রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের কোন তথ্য মিলেনি।
তবে ফিটনেসবিহীন ও লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ কিছু বাসকে মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ১৫২ ধারায় জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুর ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এর নির্দেশনায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনূর ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক। এসময় আনসার ব্যাটেলিয়ান ও ট্রাফিক পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।
জেলা প্রশাসক কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক ‘জেলা প্রশাসক গাজীপুর’ আইডিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
আরো জানতে…….
সড়কের পাশে অবৈধ ভাবে রক্ষিত নির্মাণ সামগ্রী এবং অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযান