কালীগঞ্জে ট্রাকের এক কর্মী ও নৌকার সমর্থক মেম্বারকে জরিমানা এবং দুইজনকে কারাদণ্ড
নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও সরকারি আদেশ অমান্য করার দায়ে নৌকার সমর্থক এক ইউপি সদস্যকে জরিমানা ও দুই কর্মীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের এক কর্মীকে জরিমানা করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ বালুর মাঠ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ আদেশ দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।
দণ্ডপ্রাপ্তরা হলেন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকি এমপি’র নৌকা প্রতীকের সমর্থক মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ সামসুল আলম (৪৬), কর্মী ধনপুর এলাকার আব্দুল মোতালেব খন্দকারের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ শফিকুল ইসলাম খন্দকার (৪০) এবং একুতা এলাকার নুরুল হকের ছেলে মোঃ তাইফুর রহমান মোরসালিন (৪২)।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামানের ট্রাক প্রতীকের কর্মী ও সাবেক মেম্বার সাওরাইদ এলাকার সেলিম শেখ (৩৮)।
স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থক ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার দিনব্যাপী মোক্তারপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা ও সভা করেন। অপরদিকে প্রায় সব স্থানেই নৌকার পক্ষের কর্মী-সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীকে বিভিন্ন ধরনের বাধা দেয়ার চেষ্টা করে এবং পোস্টার ছিঁড়ে ফেলে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকদের পথরোধ করে নৌকার মিছিল করে বিঘ্ন ঘটায়। এসব বাধা অতিক্রম করেই প্রচারণা অব্যাহত রাখে স্বতন্ত্র প্রার্থী। বিকেলে ৪টার দিকে সাওরাইদ এলাকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীসভা আয়োজন করা হলেও নৌকার সমর্থক স্থানীয় নেতা-কর্মীরা বাধা প্রদান করে। একপর্যায়ে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জনানো হয়। পরে তাদের বাধা অতিক্রম করেই সন্ধ্যার পর সভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রাত আনুমানিক ৮ টার দিকে সাওরাইদ বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া। সে সময় ঘটনার সত্যতা পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইউপি সদস্য সামসুল আলমকে ৩০ হাজার টাকা এবং স্বতন্ত্র প্রার্থীর কর্মী সাবেক মেম্বার সেলিম শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও সে সময় আচরণবিধি লঙ্ঘন ও প্রশাসনের নিষেধ অমান্য করার অপরাধে দন্ডবিধি আইনের ১৮৮ ধারায় নৌকার দুই কর্মী শফিকুল ইসলাম খন্দকার এবং তাইফুর রহমান মোরসালিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ সামসুল আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করের তাঁর মোবাইল বন্ধ পাওয়া গেছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, মোবাইল কোর্টে ১৫ দিনের দণ্ডপ্রাপ্ত দুইজনকে থানায় হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। বিধি অনুযায়ী তাঁদের কারাগারে পাঠানো হবে।
অভিযান, জরিমানা ও কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আজিজুর রহমান।