আচরণবিধি লঙ্ঘন: এবার স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামানকে ডেকেছে অনুসন্ধান কমিটি
নিজস্ব সংবাদদাতা : আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর-৫ আসনের প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করে চলছেন। এবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামানের বিরুদ্ধে।
এ বিষয়ে রোববার (১০ ডিসেম্বর) দুপুর ৩টার মধ্যে স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামানকে স্ব-শরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে চিঠি দিয়ে ডেকেছেন গাজীপুর-৫ এলাকার নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান ও সিনিয়র সহকারী জজ-৫ আদালতের বিচারক আলিফ রহমান।
এর আগে গত ৭ ডিসেম্বর আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মেহের আফরোজ চুমকি’র (এমপি) নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে ব্যবস্থা নিতে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিত আবেদন করেন।
শনিবার (৯ ডিসেম্বর) সংশ্লিষ্ট দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, ইতিপূর্বে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ বেশ কয়েকজনকে নির্বাচনী অনুসন্ধান কমিটি তলব করেছে। তাঁরা সকলেই প্রায় অভিন্ন ভাষায় দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে সতর্কতার সঙ্গে নির্বাচনী আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেছেন।
জানা গেছে, নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগে এইচ এম আবু বকর চৌধুরী উল্লেখ করেছে, গত ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে প্রায় সহস্রাধিক (হাজার) কর্মী-সমর্থক নিয়ে মিছিল শোডাউনসহ উপজেলা চত্ত্বরের সামনে উপস্থিত হন স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে দুপুর ১টার দিকে বের হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে অবস্থানরত সহস্রাধিক কর্মী-সমর্থককে নিয়ে মিছিল ও শোডাউন করে নির্বাচনী প্রচারণা করেন। পরে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের গিয়ে পরীক্ষা চলাকালীন সময়ে মাইক ব্যবহার করে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান। একই সঙ্গে সে সময় তিনি নির্বাচনী প্রচারণা করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৮(ক) ও (খ) এবং ১২ ও ১৩ ধারার সুস্পষ্ট লংঘন।
এ অভিযোগ আমলে নিয়ে স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামানকে স্ব-শরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে চিঠি পাঠিয়েছে অনুসন্ধান কমিটি।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রাপ্ত অভিযোগের বিষয়ে তদন্ত করে কেন নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করা হবে না, এ ব্যাপারে আগামী ১০ ডিসেম্বর দুপুর ৩টার মধ্যে আপনাকে স্ব-শরীরে হাজির হয়ে অনুসন্ধান কমিটির কাছে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া হলো।
উল্লেখ্য: এর আগে আচরণবিধি লঙ্ঘনের দায়ে গত ৩০ নভেম্বর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকিকে (এমপি) চিঠি দিয়ে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকদের হুমকি দেয়ার অভিযোগের ভিত্তিতে গত ৪ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী ও ইউপি সদস্য ইকবাল হোসেন সারোয়ার এবং একই ধরণের অভিযোগে গত ৬ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশির উদ্দিনকেও তলব করে চিঠি পাঠিয়েছে অনুসন্ধান কমিটি। এরপর তাঁরা সকলেই প্রায় প্রায় অভিন্ন ভাষায় দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে সতর্কতার সঙ্গে নির্বাচনী আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেছেন।
আরো জানতে…………
গাজীপুর-৫: লাখ থেকে কোটিপতি হয়েছেন মেহের আফরোজ চুমকি, বেড়েছে জমিও
গাজীপুর-৫: ব্যাংকে কোন টাকা নেই আখতারউজ্জামানের, স্ত্রীর আছে কোটি টাকা
কালীগঞ্জে একের পর এক উস্কানি ও হুমকি, এবার আরেক নেতাকে তলব
কালীগঞ্জে উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য, আ.লীগের সাধারণ সম্পাদককে তলব
কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীকে হুমকি ও উস্কানি, মেম্বারকে তলব
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১২ প্রার্থীকে শোকজ
কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান
নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেহের আফরোজ চুমকি
গাজীপুর-৫ আসনে মনোনয়ন সংগ্রহ করেছে ৮ প্রার্থী
স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আখতারুজ্জামান, নৌকার প্রার্থী চুমকি