আলোচিত

পাঁচ নারীকে রোকেয়া পদক দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে গৌরবজ্জ্বল অবদান রাখা পাঁচ নারীর হাতে বেগম রোকেয়া পদক-২০২৩ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাসস জানিয়েছে, শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তাদের হাতে পদক তুলে দেন।

এবার যারা বেগম রোকেয়া পদক পেয়েছেন তারা হলেন- খালেদা একরাম (মরণোত্তর), ডা. হালিদা হানুম আক্তার, কামরুন্নেসা আশরাফ দিনা (মরণোত্তর), রণিতা বালা এবং নিশাত মজুমদার।

পাঁচ নারীর প্রত্যেককে সোনার পদকের সঙ্গে একটি সনদ ও ৪ লাখ টাকার চেক দেওয়া হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপচার্য খালেদা একরামকে নারী শিক্ষায় ভূমিকার জন্য এবং নেত্রকোণা জেলার কামরুন্নেছা আশরাফ দিনাকে নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের জন্য মরণোত্তর এ পুরস্কার দেওয়া হয়েছে।

এছাড়া নারী অধিকার প্রতিষ্ঠায় অবদানের জন্য রংপুর জেলার ডা. হালিদা হানুম আখতার, নারী জাগরণে উদ্বুদ্ধকরণে লক্ষ্মীপুর জেলার নিশাত মজুমদার এবং পল্লী উন্নয়নে ঠাকুরগাঁও জেলার রনিতা বালা এবার রোকেয়া পদক পেয়েছেন।

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং সচিব নাজমা মোবারেক।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button