‘সিডি চয়েস মিউজিক’ এর ঈদ আয়োজন
গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : আসছে ঈদ উপলক্ষে ‘সিডি চয়েস মিউজিক’ বেশ কিছু তারকা সমৃদ্ধ আয়োজন নিয়ে দর্শক-শ্রোতাদের কাছে হাজির হয়েছে।
যার মধ্যে উল্লেখযোগ্য হলো, ন্যান্সি ও শিহাব মাহমুদের অবুঝ মন, গান লিখেছেন প্রদীপ সাহা, সুর অভি আকাশ, সঙ্গীত আয়োজন করেছেন মুশফিক লিটু।
জনপ্রিয় কন্ঠশিল্পী সাবরিনা সাবার “নয়নে নয়ন” গানের মিউজিক ভিডিও। গানের কথা লিখেছেন এমদাদ সুমন, সুর ও সঙ্গীত অরন্য আকোন।
আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে থাকছে জনপ্রিয় কন্ঠশিল্পী কাজী শুভ, ইলিয়াস ও দ্বীন ইসলামের “জেগে ওঠো বাংলাদেশ” গানের মিউজিক ভিডিও। গানের কথা লিখেছেন এমদাদ সুমন, সুর ওসমান ও সঙ্গীত করেছেন রাহুল।
জনপ্রিয় কন্ঠশিল্পী ওসমান সজীবের “মাওলা” গানের মিউজিক ভিডিও। গানের কথা ও সুর এমদাদ সুমন, সঙ্গীত করেছেন অনিম খান।
জনপ্রিয় কন্ঠশিল্পী সাবরিনা সাবা ও আসাদ জামানের “জীবন সাথী” মিউজিক ভিডিও। গানের কথা, সুর ও সঙ্গীত অনিক সাহান।
জনপ্রিয় কন্ঠশিল্পী আসাদ জামানের “মা” গানের মিউজিক ভিডিও। গানের কথা, সুর ও সঙ্গীত অনিক সাহান।
ডিজে রাহাত ফিচারিং আইটেম গান জনপ্রিয় কন্ঠশিল্পী শিল্পী বিশ্বাসের “প্রেমের জ্বড়” গানের মিউজিক ভিডিও। কথা লিখেছেন শাহান কবন্দ।
জনপ্রিয় কন্ঠশিল্পী তাইরিন তিথী’র গাওয়া “মন দিবো নাগো” গানের মিউজিক ভিডিও। গানের কথা লিখেছেন এমদাদ সুমন, সঙ্গীত অরন্য আকোণ।
জনপ্রিয় কন্ঠশিল্পী সানি আজাদের গাওয়া “প্রেমে কেন এতো জ্বালা” গানের মিউজিক ভিডিও। গানের কথা লিখেছেন এমদাদ সুমন, সুর করেছেন মাসুম ও সঙ্গীত করেছেন জনি।
“প্রেম মানে ছেলে খেলা না” শিরোনামের মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন মাঈন উদ্দিন। কথা এমদাদ সুমন, সুর করেছেন মাসুম ও সঙ্গীত করেছেন জনি।
এছাড়াও আসছে “গিরিঙ্গিবাজ”। অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান, তানিন সুবহা, দোলন, তামান্না, আশ্রাফ কবির, ইভান মল্লিক, উত্তম। নাটকটি রচনা করেছেন ইভান মল্লিক, পরিচালনায় ছিলেন ইভান মল্লিক ও তানিম।