কালীগঞ্জে উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য, আ.লীগের সাধারণ সম্পাদককে তলব
নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকির (এমপি) উপস্থিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী নেতা-কর্মীদের উদ্দেশ্যে উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য দিয়েছে বলে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আখতারউজ্জামান।
এ বিষয়ে বুধবারের (৬ ডিসেম্বর) মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরীর কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছেন গাজীপুর-৫ এলাকার নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান ও সিনিয়র সহকারী জজ-৫ আদালতের বিচারক আলিফ রহমান।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সংশ্লিষ্ট দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২৯ নভেম্বর দুপুর আনুমানিক ১টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকি (এমপি) মনোনয়নপত্র জমা দেয়ার পূর্বে তাঁর উপস্থিতিতে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী। যা নির্বাচন আচরণ বিধিমালা পরিপস্থি ও আচরণবিধি অনুযায়ী ‘নির্বাচন পূর্ব অনিয়ম’ হিসেবে গণ্য হবে।
অনুসন্ধান কমিটির চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৪ ডিসেম্বর গাজীপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামানের দায়ের করা অভিযোগে দেখা যায় যে গত ২৯ নভেম্বর দুপুর আনুমানিক ১টার দিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকি’র উপস্থিতে তাঁর মনোনয়নপত্র জমা দেয়ার পূর্বে নেতা-কর্মীদের উদ্দেশ্যে উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য রাখেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১১(ক) ধারার সুস্পষ্ট লংঘন। অভিযোগের বিষয়ে তদন্ত করে কেন নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করা হবে না তৎমর্মে আগামী ৬ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে স্ব-শরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া হলো।
আরো জানতে….
কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীকে হুমকি ও উস্কানি, মেম্বারকে তলব
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১২ প্রার্থীকে শোকজ
কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান
নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেহের আফরোজ চুমকি
গাজীপুর-৫ আসনে মনোনয়ন সংগ্রহ করেছে ৮ প্রার্থী
স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আখতারুজ্জামান, নৌকার প্রার্থী চুমকি