গাজীপুর
কালিয়াকৈরে ‘তাকওয়া’ বাসে আগুন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরের সফিপুর এলাকায় তাকওয়া পরিবহন নামে একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ওই বাসে অগ্নিসংযোগ করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সফিপুর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তাকওয়া পরিবহনের একটি মিনিবাসে কয়েকজন যুবক আগুন দিয়ে পালিয়ে যান। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। এর মধ্যেই বাসটির অধিকাংশ পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন বাসের আগুন নেভায়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে বাসটিতে আগুন দিয়েছে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান জানান, মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসটিতে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।