কালিয়াকৈরে ‘অবৈধ’ করাত কলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরের ফুলবাড়িয়া ইউনিয়নের সিংগাপুর বাজার ও শালদহ পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘অবৈধ লাইসেন্সবিহীন’ করাত কলের যন্ত্রাংশ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সংরক্ষিত বনভূমির ১০ কিলোমিটারের মধ্যে অবস্থিত করাত কলের বিরুদ্ধে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে করাতকলের কর্মরত ব্যক্তিরা পালিয়ে গেলে করাত কলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। এছাড়াও বন বিভাগকে করাত কলের বিরুদ্ধে বন আদালতে নিয়মিত মামলা দায়ের করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
জেলা প্রশাসক কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক ‘জেলা প্রশাসক গাজীপুর’ আইডিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
আরো জানতে……..
কালিয়াকৈরে ‘অবৈধ দখলকৃত বনভূমি’র উদ্ধার কার্যক্রম শুরু