খেলাধুলাগাজীপুর

গাজীপুরে শেখ কামাল সুইমিং কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে শেখ কামাল সুইমিং কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তুর স্থাপন এবং জেলা টেনিস কমপ্লেক্সের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল (এমপি)।

বুধবার (০১ নভেম্বর) বিকেলে গাজীপুর সার্কিট হাউজ প্রাঙ্গনে এ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ (অতিরিক্ত সচিব), গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্ল্যাহ মন্ডল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, গাজীপুরে উন্নত ক্রীড়া প্রশিক্ষণের ব্যবস্থা করার লক্ষ্যে মহানগরীর পূবাইলে উন্নত মানের স্টেডিয়াম নির্মাণের প্রস্তুতি চলছে। এছাড়াও গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম ও টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম আধুনিকায়ন করার কাজ চলছে।

শেখ কামাল সুইমিং কমপ্লেক্সের ত্রিমাত্রিক নকশা।

জানা গেছে, শহরের চা–বাগান এলাকায় এক একর জমিতে নির্মিত হচ্ছে শেখ কামাল সুইমিং কমপ্লেক্স। আধুনিক সব ধরনের সুযোগ-সুবিধাসম্পন্ন সুইমিং কমপ্লেক্স নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৭৬ লাখ টাকা। জেলা প্রশাসকের ডাকবাংলোর সামনে সুইমিং কমপ্লেক্সটি তৈরি হচ্ছে। সেখানে পাঁচ লেনের সুইমিং পুল, সাঁতারু ড্রেসিং রুম, শৌচাগার, কার্যালয়, কনফারেন্স কক্ষ ও শেখ কামালের একটি ভাস্কর্য নির্মাণ করা হবে। সুইমিং কমপ্লেক্সের পাশেই আরেকটি প্রকল্পের মাধ্যমে গাজীপুর টেনিস ক্লাব নির্মাণ করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী সুকুমার রায় সংবাদ মাধ্যমকে বলেন, শেখ কামাল সুইমিং কমপ্লেক্স নির্মাণ প্রকল্পটি অনুমোদিত হয়েছে ২০২১ সালে। নানা জটিলতায় এত দিন কাজ শুরু করা হয়নি। জমিটি নিচু থাকায় গত ঈদের পর মাটি ভরাটের মাধ্যমে কাজ শুরু হয়েছে। তিনি আশা করছেন, ২০২৪ সালের ৩০ জুনের আগেই সুইমিং কমপ্লেক্সের কাজ শেষ করতে পারবেন। কাজটি করছে ‘শরীফ অ্যান্ড সন্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button