চক্রবাক যুব স্পোটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুর কণ্ঠ : মহানগরের হাড়িনালে ‘চক্রবাক যুব স্পোটিং ক্লাব’ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার হাড়িনাল বাজারের শরিফ বিল্ডার্সে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
চক্রবাক যুব স্পোর্টিং ক্লাবের সভাপতি শেখ রাসেল হাসান শ্যামলের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ জামাল উদ্দিন, গাজীপুর সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক এ কে এম জাহাঙ্গীর।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার মো: আজমত আলী, গাজীপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসমত আলী, চক্রবাক যুব স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবিরসহ ক্লাবের কর্মকর্তা, সদস্য ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।