আলোচিতসারাদেশ

বাবুরহাটের কাপড়ের মোকামে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দেশি কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার নরসিংদীর বাবুরহাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে শেখেরচরের বাবুরহাট বণিক সমিতির অফিস সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৬টি ইউনিট যোগ দেয়।

ব্যবসায়ীরা জানান, কীভাবে আগুন ধরেছে তা তারা বুঝে উঠতে পারেননি। হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ায় কোনো মালামাল সরানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

শেখেরচর বাজার (বাবুরহাট) বণিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ বলেন, “প্রাথমিক ধারণা করা হচ্ছে, যে গলিতে আগুন লেগেছে সেখানে কমপক্ষে ৫০ থেকে ৬০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

“বৈদ্যুতিক ল্যাম্প পোস্ট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।”

বাজারটিতে ছোট-বড় আড়াই হাজার দোকান রয়েছে। রাত সোয়া ২টা পর্যন্ত হতাহতের কোনো খবর জানা যায়নি। তখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে বলে প্রত্যক্ষদর্শী আসাদুজ্জামান রিপন জানিয়েছেন।

জেলা প্রশাসক বদিউল আলম জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button