বাইডেনের ‘কথিত উপদেষ্টা’ বিমানবন্দর থেকে ডিবি হেফাজতে
গাজীপুর কণ্ঠ ডেস্ক : বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনকারী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া মিয়ান আরাফিকে আটক করে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তিনি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন।
পুলিশের একাধিক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর হঠাৎ দলটির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সঙ্গে এক রহস্যজনক ব্যক্তির ভিডিও নিয়ে হৈচৈ শুরু হয়।
পরে এ বিষয় নিয়ে রাতে বিএনপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, নয়াপল্টনে মহাসমাবেশে পুলিশের হামলা, টিয়ারগ্যাস ও গুলির পর সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় অফিসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়ে যিনি সাংবাদিকদের সামনে বক্তব্য রেখেছেন তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি গোচরে এসেছে।
জানা গেছে, তিনি একজন বাংলাদেশি আমেরিকান। মিঞা জাহিদুল ইসলাম আরেফী। জন্ম এবং বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। মাঝে মাঝেই বাংলাদেশে আসেন।
এ বিষয়ে শনিবার বিবৃতি দেয় মার্কিন দূতাবাস। মুখপাত্র স্টিফেন ইবেলি বলেন, ‘এ ধরনের তথ্য পুরোপুরি অসত্য।’
তিনি বলেন, ‘ওই ভদ্রলোক যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কথা বলেন না। তিনি সরকার সংশ্লিষ্ট কেউ নন।’